ব্রাজিলের জন্য ম্যাচের শুরুটা বোধহয় এর চেয়ে ভীতিকর হতে পারত না।
বিশ্বকাপ ইতিহাসেই যাদের নিজেদের জালে বল পাঠানোর কোন রেকর্ড ছিল না, এবার
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েই শুরু তাদের বিশ্বকাপ।
যার কাছে গোল করে বিশ্বকাপ শুরুর
প্রত্যাশা ছিল, সেই নেইমার ক্রোয়েশিয়ার ‘নাম্বার টেন’ লুকা মডরিচকে ফাউল
করে দেখলেন ঘরের মাঠের বিশ্বকাপের প্রথম হলুদ কার্ডও।
এমন শুরুর জড়তায় স্তব্ধ করিন্থিয়ান্স স্টেডিয়ামে অবশ্য প্রাণ ফিরিয়েছে সেই নেইমার ম্যাজিকই।
কম যাননি ব্রাজিলের আক্রমণভাগের ত্রিফলার অন্যতম অস্কারও।
কিন্তু জাপানি রেফারির দেওয়া পেনাল্টি বিতর্কের সৃষ্টি করে জনমনে!!!
ফিফা কি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে, বিশ্বকাপ এবার ব্রাজিল এর ঘরেই যাবে?? যদি তা না হয় তবে এই সিদ্ধান্তের একটা সুরাহা না করলে তা পুরা বিশ্বকাপ ফুটবল ২০১৪ আসরকে কলঙ্কিত করে রাখবে ফিফাকে!!!
এমন শুরুর জড়তায় স্তব্ধ করিন্থিয়ান্স স্টেডিয়ামে অবশ্য প্রাণ ফিরিয়েছে সেই নেইমার ম্যাজিকই।
কম যাননি ব্রাজিলের আক্রমণভাগের ত্রিফলার অন্যতম অস্কারও।
কিন্তু জাপানি রেফারির দেওয়া পেনাল্টি বিতর্কের সৃষ্টি করে জনমনে!!!
ফিফা কি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে, বিশ্বকাপ এবার ব্রাজিল এর ঘরেই যাবে?? যদি তা না হয় তবে এই সিদ্ধান্তের একটা সুরাহা না করলে তা পুরা বিশ্বকাপ ফুটবল ২০১৪ আসরকে কলঙ্কিত করে রাখবে ফিফাকে!!!

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন