বর্ণাঢ্য আয়োজনে ২০১৪ ফুটবল বিশ্বকাপের উদ্বোধন
এ্যারেনা ডি সাওপাওলোয় ছয়শজনের বেশি নৃত্যশিল্পী অনুষ্ঠানের শুরুতেই, তাদের নাচের মাধ্যমে ব্রাজিলের প্রকৃতি, মানুষ আর ফুটবলের প্রতি তাদের ভালোবাসা তুলে ধরে।
তাদের পরণে ছিল গাছ, ফুল আর ফুটবলের মতো পোশাক। এরপর ক্লডিয়া লেট্টি, জেনিফার লোপেজ আর র্যাপার পিটবুলের গাওয়া, এবারের বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত উই আর ওয়ান বা আমরা সবাই এক গান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
ব্রাজিল সময় বিকেলে শুরু হওয়া প্রায় দেড়ঘন্টাব্যাপী এই অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেন মাঠের ৬৫ হাজার আর পৃথিবীর কোটি কোটি দর্শক।
এ্যারেনা ডি সাওপাওলোয় ছয়শজনের বেশি নৃত্যশিল্পী অনুষ্ঠানের শুরুতেই, তাদের নাচের মাধ্যমে ব্রাজিলের প্রকৃতি, মানুষ আর ফুটবলের প্রতি তাদের ভালোবাসা তুলে ধরে।
তাদের পরণে ছিল গাছ, ফুল আর ফুটবলের মতো পোশাক। এরপর ক্লডিয়া লেট্টি, জেনিফার লোপেজ আর র্যাপার পিটবুলের গাওয়া, এবারের বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত উই আর ওয়ান বা আমরা সবাই এক গান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
ব্রাজিল সময় বিকেলে শুরু হওয়া প্রায় দেড়ঘন্টাব্যাপী এই অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেন মাঠের ৬৫ হাজার আর পৃথিবীর কোটি কোটি দর্শক।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন