সোমবার, ২৬ মে, ২০১৪

প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি


modi sharif
পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দিল্লিতে আজ সন্ধ্যায় ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
নজিরবিহীন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ৪ হাজার অতিথি থাকছেন, এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেসহ সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা রয়েছেন।
ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন স্পীকার শিরিন শারমীন চৌধুরী।
এদিকে পাকিস্তান ও শ্রীলংকা তাদের শুভেচ্ছার নিদর্শন হিসেবে ইতোমধ্যেই বেশ কিছু ভারতীয় বন্দীকে মুক্তি দিয়েছে।
বিবিসি বাংলার দিল্লি সংবাদদাতা শুভোজ্যোতি ঘোষ জানাচ্ছেন রোববার রাতে নরেন্দ্র মোদির টিমের পক্ষ থেকে একটি সরকারী বিবৃতি জারি করা হয়েছে, যাতে নতুন মন্ত্রীসভার আকার অত্যন্ত ছোট হবে বলে জানানো হয়েছে।
এক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রয়োজনে কয়েকটি মন্ত্রণালয়কে একত্র করে একটি মন্ত্রণালয়ের অধীনে আনা হবে জানানো হয়েছে।
বিজেপির নির্বাচনী ইশতেহারে ছোট সরকার, কিন্তু সুশাসন নিশ্চিতে বেশি জোর দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
মন্ত্রীসভার সদস্যরা সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন বলে জানাচ্ছেন দিল্লি সংবাদদাতা শুভোজ্যোতি ঘোষ।
১৬ই মে নির্বাচনের ফল আসার পর থেকে গত দশদিনে মন্ত্রীসভার সদস্যদের চূড়ান্ত করতে মি. মোদি দলের বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করেছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন