বিশ্বকাপে নেইমাররা বাংলাদেশে তৈরি জার্সি পরবেন!
প্রতিবারের মতো এবারো বাংলাদেশের সমর্থকদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে৷ ব্লগ আর ফেসবুকেও সেই ছোঁয়া লেগেছে৷
১২ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ৷ এবার কার হাতে ট্রফি উঠবে তাই নিয়ে চলছে যুক্তি, পালটা যুক্তির খেলা৷
ব্রাজিলের বিশ্বকাপ জার্সিতে নাকি এবার ‘মেড ইন বাংলাদেশ’ লেখা থাকবে৷ এই
তথ্যের ব্যাপারে কোনো সূত্রের উল্লেখ না করে বলা হয়
ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক দলটির জার্সি তৈরির দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ৷
এরপর রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসের ট্রাজেডিতে সহস্রাধিক পোশাক
শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে তাদের প্রতি সম্মান জানিয়ে জার্সির নিচে ‘মেড ইন
বাংলাদেশ’ লিখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল সংস্থা ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ৷ এরকম একটি সংবাদ গত বছরের অক্টোবরে প্রকাশ করেছিল ইংরেজি দৈনিক সান এ৷
সেখানে বিজিএমইএ’র সূত্র উল্লেখ করে জানানো হয়, জার্সির পাশাপাশি
সমর্থকদের জন্য টি-শার্ট, ট্রাউজার, ক্যাপ ইত্যাদিরও অর্ডার এসেছে ব্রাজিল
থেকে৷
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন