১৫ জুনের ঘটনায় স্ত্রী শিশিরকে উত্ত্যক্তকারীদের পিটিয়ে বর্তমান আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান৷ নিজের দেশে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল৷ তবে খেলা ছাপিয়ে সবাই সেদিন সাকিব আল হাসানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন৷ কারণটা হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা চলাকালে গ্যালারিতে থাকা সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে উত্ত্যক্ত করেছিল কয়েক বখাটে৷ আর এতে ক্ষিপ্ত হয়ে সাকিব নিজেই পিটিয়েছেন বখাটেদের৷
এই নিয়ে মিডিয়া জগতে শুরু হয়েছে তুলকালাম কান্ড। কেউ বা ইতিবাচক ভাবে দেখছেন আবার কেউ নেতিবাচক!!
কিন্তু আমার মতে সাকিব তার সঠিক কাজটিই করেছেন। বাংলার বাঘ তার সত্যিকারের রুপ দেখিয়েছে। নিজের বউকে উত্যক্ত করবে আর সাকিব তা চেয়ে চেয়ে দেখবে তা কখনো হতে পারেনা ।
আপনারা কি বলেন???

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন