বিশ্বকাপ শুরুর প্রথম দিকে মেসি, নেইমার, রোনাল্ডো এদের নামই ছিল মানুষের মুখে মুখে । অনেকেরই ধারনা ছিল এ তিনজনের মধ্যেই কেউ একজন গেল্ডেন বুট এর অধিকারী হবেন । কিন্তু গ্রুপ পর্বতেই বিদায় নেন রোনাল্ডো এবং নেইমার ছিটকে পড়েন ইনজুরির কারনে । এখন আলোচনায় স্থান পেয়েছে মেসি, মুলার এবং রোদ্রিগেজ । এদের মধ্যে রোদ্রিগেজ আছেন সবার শীর্ষ স্থানে । তার গোল সংখ্যা ৬ । ২য় স্থানে আছেন মুলার, গোল সংখ্যা ৫ এবং তৃতীয় স্থানে আছেন লিওনেল মেসি, তার গোল সংখ্যা ৪ । অধিকাংশ ফুটবল প্রেমী বাংলাদেশীরা আশা করছেন ফাইনালে লিওনেল মেসি তার ক্ষমতা দেখেয়ে সবার চোখের সামনে থেকে গেল্ডেন বুট ছিনিয়ে নিবেন । বিশ্ব এখন তাকিয়ে আছে মেসির দিকে ফাইনালে মেসি কি জাদুকরী ক্ষমতা দেখায়........................
শুক্রবার, ১১ জুলাই, ২০১৪
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন